Practise with Dev Challenges

Chayti
2 min readMay 31, 2023

--

আপনি কি beginner হিসেবে full stack web development practise করার জন্য resource এর অপেক্ষায় আছেন? তাহলে চলুন একটি free resource Dev Challenges কে Explore করার চেষ্টা করি।

Dev Challenges মূলত তিনটি Step এ কাজ করে।

  1. Choose a challenge.
  2. Work by yourself or with a team. (আপনি challenge গুলো নিজে নিজে Solve করতে পারবেন/ টিম মেম্বার এর সাথেও Solve করতে পারবেন। )
  3. Submit your solution and give feedback. ( আপনি যে প্রোজেক্ট গুলো তৈরি করেছেন সেই সব প্রোজেক্ট এর live site এবং github repository share বা submit করতে পারবেন Dev Challenges এ এবং World এর বিভিন্ন প্রোগ্রামরা সেগুলো দেখে feedback দিবে। )

Choose a challenge সিলেক্ট করুন । সেখানে আপনি নিচের তিন ধরনের চ্যালেঞ্জ পাবেনঃ

  1. Responsive web developer
  2. Front-end developer
  3. Full-Stack developer

প্রতিটি Challenge এর মধ্যে আপনি আটটি করে মোট চব্বিশটি প্রোজেক্ট করতে পারবেন । Challenge গুলো Solove করতে Dev Challenges আপনাকে প্রয়োজনীয় সব resources provide করবে। Sounds cool!

  1. প্রতিটি প্রোজেক্ট শুরু করার জন্য কোন কোন টেকনোলজি জানা থাকা লাগবে, you will get a recommendation of it.
  2. কি কি ইউজার স্টোরিজ ফুলফিল করতে হবে তা দিয়ে দিবে ।
  3. Figma file.
  4. HTMl Boilerplate
  5. আপনি ফ্রী তে পাবেন প্রোজেক্ট তৈরিতে প্রয়োজনীয় image।

তিনটি চ্যালেঞ্জে আপনি যেসব project করতে পারবেন সেগুলো হলঃ

Responsive web developer

  1. 404 Not Found
  2. My team page
  3. Interior consultant
  4. Recipe paste
  5. My gallery
  6. Checkout page
  7. Edie Homepage
  8. Personal portfolio

Front-end Developer

  1. Button component
  2. Input component
  3. Windbnb
  4. Todo app
  5. Random quote generator
  6. Country quiz
  7. Weather app
  8. GitHub jobs

Full-Stack Developer

  1. Image uploader
  2. My UN Plus
  3. Cat Wiki
  4. Authentication app
  5. Shoppingify
  6. Chat group
  7. Tweeter- Twitter clone
  8. Thullo -Trello clone

আপনি যদি তিনটি চ্যালেঞ্জ (Responsive web developer, Front-end developer, Full-Stack developer) এর মোট চব্বিশটি প্রজেক্ট শেষ করতে পারেন তাহলে আপনি তিনটির জন্য আলাদা আলাদা certificate পাবেন এবং বিভিন্ন social media তে share ও করতে পারবেন।

--

--

Chayti
Chayti

Written by Chayti

Lecturer (CSE) @ Daffodil International university || Former Sr. Web Instructor (Content Strategist) L1 @Programming Hero

Responses (7)